চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা সত্ত্বেও চট্টগ্রামের লোহাগাড়া রেললাইনে ট্রেনের ধাক্কায় আহত সেই হাতিটিকে বাঁচানো গেল না। গতকাল বিকাল ৪টা ১৫ মিনিটের দিকে চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্কে এটি মারা যায়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের চার সদস্যের একটি বিশেষজ্ঞ টিম হাতিটির চিকিৎসায় সাফারি পার্কে যান। এর পরও হাতিটিকে বাঁচানো যায়নি। এদিকে চকরিয়া প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে পোস্ট মর্টেম শেষে হাতিটিকে মাটিতে পুঁতে ফেলা হবে বলে জানিয়েছেন বনবিভাগের একজন কর্মকর্তা। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী বলেন, আহত হাতিটির সাফারি পার্কে একটি স্বয়ংসম্পূর্ণ ভেটেরিনারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল। এ অবস্থায় গতকাল বিকাল ৪টা ১৫ মিনিটে সেটি মারা যায়। এখন সেটির পোস্ট মর্টেম শেষে মাটিতে পুঁতে ফেলা হবে। তিনি আরও জানান, হাতিটি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। ফলে চিকিৎসকের সর্বোচ্চ চেষ্টার পরও সেটিকে বাঁচানো গেল না। জানা যায়, গত ১৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ঢাকামুখী কক্সবাজার স্পেশাল ট্রেন হুইলসেল দিয়ে চুনতি বন্যহাতি চলাচলের জন্য নির্মিত ওভারপাস অতিক্রম করছিল। এ সময় ৬-৮টি বন্যহাতির পাল ওভারপাসের উত্তর পাশে রেললাইন পার হচ্ছে দেখে ট্রেনটির চালক এটির গতি কমিয়ে দেন। এ সময় অন্য হাতিগুলো পার হতে পারলেও একটি অপ্রাপ্তবয়স্ক স্ত্রী হাতি রেললাইনে রয়ে যায়। ওই হাতিটি ট্রেনের সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হয়। হাতিটির বয়স ৮ থেকে ১০ বছর। এটি মাথা, ডান পা এবং মেরুদণ্ডে মারাত্মকভাবে আঘাত পায়। মাথায় রক্তক্ষরণও হয়। এ অবস্থায় গতকাল সকাল ৯টার দিকে রেলওয়ে পূর্বাঞ্চলের উদ্ধারকারী ট্রেনের মাধ্যমে হাতিটিকে দুর্ঘটনাস্থল থেকে কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়। তা ছাড়া হাতিটি বাঁচাতে গঠন করা হয় চার সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক টিম। টিম চিকিৎসাও শুরু করেছিল। পরে বিকালেই হাতিটি মারা যায়।
শিরোনাম
- মাঠের লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের অপেক্ষায় লিটন
- রাতে মুখোমুখি হচ্ছে ম্যানইউ ও ম্যানসিটি
- শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
- হিজাব না পরে কনসার্টে গান, গ্রেফতার ইরানের গায়িকা
- মানহানি মামলা: ট্রাম্পকে দেড় কোটি ডলার ক্ষতিপূরণ দেবে এবিসি নিউজ
- রাজধানীর যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না সোমবার
- অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো দুর্নীতি হয়নি : উপদেষ্টা ফাওজুল কবির
- এবার অবসরের ঘোষণা দিলেন মোহাম্মদ ইরফান
- মার্কিন সরকারকে সহযোগিতার অভিযোগে সাংবাদিককে ১০ বছরের কারাদণ্ড দিলো ইরান
- পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক
- পয়েন্ট খুইয়ে শীর্ষে ওঠার সুযোগ হারাল রিয়াল মাদ্রিদ
- সূচকের উত্থানে লেনদেন চলছে পুঁজিবাজারে
- জিম্মি করে মুক্তিপণ আদায়, টেকনাফে নারী-শিশুসহ ৩০ রোহিঙ্গা উদ্ধার
- চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
- বিহারে বন্দুক ঠেকিয়ে সরকারি চাকরিজীবীকে অপহরণ করে বিয়ে করল তরুণী
- বিআরটি প্রকল্পে বাস সার্ভিস চালু
- ইসরায়েল-ফিলিস্তিন সংকটে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে সমর্থন ইতালির
- কুকুরকে ধর্ষণ, হাতেনাতে ধরা যুবক
- কোন ওয়েবসাইট ভিজিট করা অনিরাপদ জানবেন যেভাবে
- ছাত্রলীগ নেত্রী নদী গ্রেফতার
প্রকাশ:
০০:০০,
বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
আপডেট:
বাঁচানো গেল না সেই হাতিটিকে
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
এই বিভাগের আরও খবর