জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সংগঠনের পক্ষ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনকে শুভেচ্ছা জানানো হয়েছে।
আজ শনিবার দুপুরে রাজধানীর পল্টনে কৃষক দলের কার্যালয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়। কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, মোশারফ হোসেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন। ওই নির্বাচনে বিএনপি সারাদেশে ৩০০টি আসনের মধ্যে ৬টি আসন পায়। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ার দুটি আসন সদর এবং কাহালু-নন্দীগ্রাম পায় বিএনপি।