যাত্রাবাড়ী থানা কৃষক দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী। শনিবার যাত্রাবাড়ী থানার ৬২নং ওয়ার্ড কৃষক দলের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় নবীউল্লাহ নবী বলেন, ‘ স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের কিছু দুষ্কৃতিকারী নিজেদের রক্ষা করতে ‘নব্য’ বিএনপি হতে চেষ্টা করছে। এই ধরনের অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। বিএনপিতে কোনো অনুপ্রবেশকারীর ঠাঁই নেই। ফ্যাসিস্টরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমরা ঐক্যবদ্ধ থাকলে তা সফল হবে না।’
তিনি আরও বলেন, ‘পতিত ফ্যাসিস্ট সরকারের দুষ্কৃতিকারীরা এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। তারা বাংলাদেশের ভালো চায় না। তাই দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। দেশকে রক্ষা করতে হবে।’
এসময় ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস, যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এহতেশাম উদ্দিন নকীব ও যাত্রাবাড়ী থানা কৃষক দলের সভাপতি স্বপন খানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শআ