সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির নির্বাচন ব্যবস্থায় যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যে কোনো মৌলিক পরিবর্তনের জন্য জনগণের ভোটে নির্বাচিত সংসদ প্রয়োজন। সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির নির্বাচন ব্যবস্থায় যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন।
বুধবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক দলের সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। বৈঠকে বাংলাদেশ জন অধিকার পার্টি, বিজেপি, আমজনতার দল ও গণতান্ত্রিক বাম দল অংশ নেয়।
আমীর খসরু বলেন, আমাদের ৩১ দফায় সংখ্যানুপাতিক নির্বাচনের কোনো কথা নেই। আর এত বড় একটা পরিবর্তন আগামী সংসদ ছাড়া কেউ করতে পারবে না। এই পর্যায়ে এটা আলোচনার কোনো বিষয় হতে পারে না।
তিনি আরও বলেন, বিএনপির কোথায় কোথায় ঐকমত্য হয়েছে, এরইমধ্যে তা বলা হয়েছে। এটা বাকশাল না, সব বিষয়ে ঐকমত্য হবে না। যে বিষয়গুলোতে ঐকমত্য হবে সেগুলো আমরা সংস্কার করবো। এর বাইরে যেগুলো থাকবে প্রতিটি দল জনগণের কাছে গিয়ে মতামতের মাধ্যমে করতে হবে।
অন্যদিকে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি দেশের প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয়। এর আড়ালে নির্বাচন পেছানোর যড়যন্ত্র হচ্ছে কি না, তা খতিয়ে দেখা দরকার।
জুলাই সনদ প্রকাশের বিষয়ে তিনি বলেন, কোনো রাজনৈতিক দল জুলাই সনদ ঘোষণা করলে তা হবে দলীয়।
বিডি-প্রতিদিন/শআ