কেবল অভিনয় নয়, বুদ্ধিদীপ্ত জবাবের জন্যও ভক্তদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন শাহরুখ খান। সম্প্রতি এক্স-এ আয়োজিত ‘AskSRK’ সেশনে তার ভক্তদের সঙ্গে আবারও মেতে ওঠেন তিনি। প্রতিবারের মতোই এবারও তার জবাবে ছিল চমক আর সরস মন্তব্যের ছড়াছড়ি, যা ভক্তদের মন কেড়ে নিয়েছে।
এই সেশনে ক্যারিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, এমনকি ছেলে আরিয়ান খানের নতুন সিরিজ নিয়েও ভক্তদের কাছ থেকে উঠে আসে নানা ধরনের প্রশ্ন। এক ভক্ত শাহরুখের কাছে তার কাঁধের চোটের খবর জানতে চান।
জবাবে কিং খান লেখেন, এত বছর ধরে স্টারডমের বোঝা খুব ভালোভাবে বহন করছি। হ্যাঁ, এখন আগের থেকে ভালো আছি। আমার শরীরের খবর নেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
তবে এই সেশনের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল এক ব্যক্তির মন্তব্য। তিনি শাহরুখকে অবসর নেওয়ার পরামর্শ দেন। ওই ব্যক্তি লেখেন, আপনার এখন বয়স হয়েছে, দয়া করে অবসর নিন। অন্য সবাইকে এগিয়ে আসতে দিন।
এমন মন্তব্যের জবাবে শাহরুখ লেখেন, ভাই, যখন আপনার প্রশ্নের ধরনের শৈশব শেষ হয়ে যাবে, তখন ভালো কিছু জিজ্ঞাসা করবেন। ততক্ষণ পর্যন্ত অস্থায়ী অবসর নিয়েই থাকুন প্লিজ।’ অভিনেতার এই বুদ্ধিদীপ্ত জবাব ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
আরেক ভক্ত শাহরুখের কাছে তার ছেলে আরিয়ান খানের পরিচালিত নতুন সিরিজের আপডেট জানতে চান। শাহরুখ জানান, এত মানুষ যখন জিজ্ঞাসা করছেন, তখন নেটফ্লিক্সকে এর উত্তর দিতেই হবে। ছেলে কাজ করে যাচ্ছে, আর বাবা কেবলই অপেক্ষা করছেন।
এই টুইটের পরেই চমকপ্রদ জবাব আসে নেটফ্লিক্সের পক্ষ থেকে। তারা লেখেন, ছেলের টিজার পোস্ট করার আগে বাবার অনুমতির প্রয়োজন ছিল। প্রথম লুক আগামীকালই আসছে।
নেটফ্লিক্সের এই টুইটটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং শাহরুখ ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করছেন, তাহলে কি শিগগিরই আরিয়ানের সিরিজের প্রথম ঝলক দেখতে পাবেন তারা? এই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।
বিডি প্রতিদিন/কেএ