বাংলাদেশ মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্র (বারাকা)-এর আয়োজনে ‘সেফগার্ডিং’ শীর্ষক এক কর্মশালা কারিতাস চট্টগ্রাম অঞ্চলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো দক্ষিণের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার। বিশেষ অতিথি ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রামের বিশেষ প্রতিনিধি ও ডেপুটি চিফ মুহাম্মদ সেলিম।
প্রধান অতিথি বলেন, হুমায়ুন কবির খন্দকার, নিরাপদ পরিবেশ মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, যা প্রতিটি মাদক নিরাময় কেন্দ্রের জন্য অপরিহার্য। পাশাপাশি তিনি বারাকা’র এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন কর্মসূচিতে সহায়তার আশ্বাস দেন।
কর্মশালার সভাপতিত্ব করেন কারিতাস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. মার্সেল রতন গুদা। কর্মশালাটি পরিচালনা করেন বারাকা’র পরিচালক ব্রাদার অ্যাডভোকেট নির্মল ফ্রান্সিস গোমেজ সিএসসি। বারাকা’র নেটওয়ার্ক অফিসার শাহরিয়ার শিমুলের সঞ্চালনায় কর্মশালায় শিক্ষক, সাংবাদিক ও চট্টগ্রাম মেট্রো ও জেলার বিভিন্ন মাদক নিরাময় কেন্দ্রের প্রতিনিধি এবং কারিতাস চট্টগ্রাম অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা এমদাদুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বারাকা-ডিআইসির প্রজেক্ট ইনচার্জ মি. অতনু বড়ুয়া অন্তু এবং বারাকা ফিমেল ডিআইসির সহকারী মাঠকর্মকর্তা আবুল বাশার হীরা।
বিডি প্রতিদিন/এমআই