ভোটের সংখ্যানুপাতিকের ভিত্তিতে সংসদ সদস্য নির্বাচনের কিছু মহলের দাবির প্রেক্ষিতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণ সংখ্যানুপাতিকের ভিত্তিতে নয়, জনগণ সরাসরি প্রার্থী, মার্কা ও দল দেখে ভোট দিতে চায়। অযৌক্তিক দাবি করে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা ও জটিলতা সৃষ্টি না করে জাতীয় ঐক্য বজায় রেখে গণতন্ত্রের লক্ষ্যে নির্বাচনের পথে হাঁটার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে ময়মনমসিংহ নগরীর নতুন বাজারে হরি কিশোর রায় সড়কে বিএনপি কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন প্রিন্স।
চব্বিশের গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দেশব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হচ্ছে। ময়মনমসিংহ জেলা ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এ কর্মসূচির আয়োজন করে।
এ সময় এমরান সালেহ প্রিন্স বলেন, ঐক্যের নামে এমন কিছু বিএনপি করতে পরে না যা দেশের গণমানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক এবং সংস্কৃতি ও রীতি নীতির পরিপন্থি।
তিনি বলেন, আওয়ামী ফ্যসিবাদ বিরোধী ১৫ বছরের গণতন্ত্রের লড়াই ও চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদ ও পঙ্গুত্ববরণকারীরা আমাদের জাতীয় বীর। তাদেরকে যথাযথ স্বীকৃতি-সম্মান দেয়া রাষ্ট্র ও জনগণের দায়ীত্ব। চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্খা ও গণতন্ত্রকে বিএনপি ধারণ করে বলেই জাতীয় ঐক্যের বৃহত্তর স্বার্থে অনেক ছাড় দিয়েছে, সর্বোচ্চটা করছে।
জেলা ড্যাবের সভাপতি ডা. বদরউদ্দিন সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. সায়েম মনোয়ারের সঞ্চালনায় কর্মসূচিতে ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, জেলা বিএমএ’র সাবেক সভাপতি অধ্যাপক মুসা শাহিন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন।
বিডি-প্রতিদিন/বাজিত