আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবিকে বিএনপির বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
আজ বুধবার সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় নাগরিকদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তৃণমূল নাগরিক আন্দোলন এ সভার আয়োজন করে।
জয়নুল আবদিন ফারুক বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক যখন প্রত্যাশা পূরণের অপেক্ষায়, তখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতির নির্বাচন দাবি করে মহাসমাবেশ করেছে, যা ষড়যন্ত্রেরই অংশ।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও আরও কয়েকটি দলকে সঙ্গে নিয়ে বলা হচ্ছে, সংখ্যানুপাতিক পদ্ধতি ও সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এর মাধ্যমে তারা জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ঘোরাতে চাচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটন। আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ