আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় নাগরিকদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জয়নুল আবদীন ফারুক বলেন, আপনারা ১০ মাস পার করেছেন। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনুন। দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আজ ধ্বংসপ্রাপ্ত। একটি নির্বাচিত সরকার প্রয়োজন, যাতে এসব প্রতিষ্ঠান আবার সচল হতে পারে।
সভায় সভাপতিত্ব করেন তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটন। আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার প্রমুখ।
বিডি প্রতিদিন/কেএ