গোপালগঞ্জের কোটালীপাড়ায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে বাধন গাইন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কিশোর বাধন গাইন কোটালীপাড়া উপজেলার সাদুল্লাহপুর ইউনিয়নের হাজরা বাড়ি গ্রামের বাবুল গাইনের ছেলে এবং হাজরাবাড়ি টিকরীবাড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
বাধন গাইনের চাচা তাপস গাইন জানান, সকালে বাধন বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। পুকুরে নেমে ডুব দিতে থাকে। কিছুক্ষণ পরে পানিতে ডুব দিয়ে আর উপরে না উঠায় অন্যরা শোরগোল শুরু করে। তাদের শোর চিৎকারে বাড়ির লোকজন এসে পানির নিচ থেকে বাধনকে উদ্ধার করে। পরে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।