বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর সহধর্মিনী ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ বলেছেন, আগামী সংসদ নির্বাচন কঠিন হবে। ক্ষমতায় যেতে হলে আমাদের সেই কঠিন পথ পাড়ি দিতে হবে। তাই কোনো নেতাকর্মী দখলবাণিজ্য ও চাঁদাবাজির মতো কোনো ঘটনা ঘটাবেন না। কোনো মানুষের ক্ষতি হবে এমন কাজ করবেন না।
সোমবার দুপুরে কামারখন্দ উপজেলা বিএনপি আয়োজিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেখের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জনগণরে ভোটেই সরকার গঠন হবে। তাই এখন থেকেই জনগণের কাছে ভোট চাইতে হবে। তাদের ভালোবাসা অর্জন করতে হবে।
কামারখন্দ উপজলো বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে স্মরণসভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থান, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ। আলোচনা শেষে নুরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল