বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নির্যাতন ও হয়রানির প্রতিবাদ এবং তাদের দাবির প্রতি সংহতি জানাতে বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছেন চিকিৎসকরা।
শুক্রবার বেলা ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন তারা।
এসময় রাজধানীর বিভিন্ন মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটের চিকিৎসক-শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।
চিকিৎসকরা বলেন, দেশে যে বৈষম্য ও অরাজকতা চলছে এটি রুখে দিতে ছাত্র সমাজ আজ মাঠে নেমেছে। দেশের সব চিকিৎসক শিক্ষার্থীদের পাশে আছে এবং সর্বক্ষণ তাদের পাশে থাকবে। তাদের যৌক্তিক দাবি আদায়ে আমরা সবসময় পাশে থাকব।
সমাবেশ শেষে শহীদ মিনার থেকে ঢাকা মেডিকেল পর্যন্ত মিছিল করেন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন/শআ