পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী দশ বছরে বাংলাদেশকে এক বিলিয়ন ইউরো সহায়তা দেবে জার্মানি। এ বছরের জন্য ১৫ মিলিয়ন ইউরো বরাদ্দ করা হয়েছে। এ সহায়তা নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ব্যবহার হবে।
তিনি বলেন, জার্মানি ও বাংলাদেশ বেসরকারি খাত, গবেষণা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের সঙ্গে সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে এগিয়ে যাবে।
মঙ্গলবার সচিবালয়ে পরিবেশ উপদেষ্টা জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রস্টারের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এ সহযোগিতায় ক্ষুদ্র নৃগোষ্ঠী, নারী ও যুব সমাজকেও অন্তর্ভুক্ত করা হবে। তিনি পরিবেশ ও জলবায়ু খাতে জার্মানির অব্যাহত সহায়তার জন্য ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূত ট্রস্টার বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জার্মানি সব সময় বাংলাদেশের পাশে থাকবে এবং নবায়নযোগ্য জ্বালানিতে কারিগরি সহায়তা দেবে।
বৈঠকে নদী পরিষ্কার, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত