বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন। মঙ্গলবার সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পবিত্র মক্কা নগরীতে যাচ্ছেন তিনি।
এ সময় তার সহধর্মিনী বিলকিস আক্তার হোসেন ও ছোট ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন সফর সঙ্গী হিসেবে সঙ্গে থাকবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যমে জানান, ওমরাহ পালন শেষে আগামী ১৮ অক্টোবর ড. মোশাররফের দেশে ফেরার কথা রয়েছে।
ড. মোশাররফ ও তার পরিবারের পক্ষ থেকে নির্বাচনী এলাকা এবং দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএ