একজন ক্রীড়াবিদের স্বপ্ন থাকে আন্তর্জাতিক গেমসে দেশের হয়ে লড়া। আর তা যদি অলিম্পিক হয় তাহলে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে। পদক জিতুক আর নাই জিতুক অলিম্পিকের স্বপ্ন পূরণ তো হয়েছে। বাংলাদেশের সাগর ইসলামের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে আজই। তিনিই এবারে বাংলাদেশের একমাত্র ক্রীড়াবিদ যোগ্যতা প্রমাণ করে দুনিয়া সেরা অলিম্পিক গেমসে জায়গা করে নিয়েছেন। প্যারিস অলিম্পিকে আজই অভিষেক হবে তার। পুরুষ আর্চারিতে বাছাই পর্বে নিজেদের অবস্থান ঠিক রাখতে ৬৪ জন আর্চার তীর ছুড়বেন।
র্যাঙ্কিংয়ের পরই শীর্ষ ৩২, ১৬, ৮, ৪ ও ফাইনালে সোনার লড়াই। আর্চারি, সাঁতার, শুটিং ও অ্যাথলেটিকস মিলিয়ে বাংলাদেশের পাঁচ ক্রীড়াবিদ এবার অলিম্পিকে অংশ নেবেন। তবে যতটুকু আশা আর্চার সাগর ঘিরেই। আর্চারিতে তিনি দেশ মাতাচ্ছেন। আন্তর্জাতিক প্রতিযোগিতার পারফরম্যান্স চোখে পড়ার মতো। অলিম্পিক পদক জেতাটা কঠিন। তারপরও সাগর কী করবেন সেটাই দেখার অপেক্ষা।