আওয়ামী লীগ সকার পতনের পর ঢাকা আবাহনী, শেখ জামাল ধানমন্ডি ও ফর্টিস ক্লাবে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। তবে দেশের আরেক জনপ্রিয় ক্লাব উষা ক্রীড়া চক্রের নামটি আড়ালেই থেকে যাচ্ছিল। বিশেষ করে হকিতে এই ক্লাবে জনপ্রিয়তা তুঙ্গে। লিগসহ অন্য আসরেও ক্লাবটির শিরোপা জেতার রেকর্ড রয়েছে। ঊষা ক্রীড়া চক্র হামলার শিকার হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দিনই। ৫ আগস্ট আরমানি টোলা বিসি রায় সড়কে অবস্থিত এই ক্লাবে একদল দুষ্কৃতিকারী হঠাৎ গেট ভেঙ্গে ক্লাবের অভ্যন্তরে প্রবেশ করে। তাদের হাতে ছিল ধারালো অস্ত্র।
শুধু ভাঙচুর নয়, ক্লাবে লুটপাটও চালানো হয়। মূল্যবান ট্রফিও দুষ্কৃতিকারীদের হাত থেকে রেহাই পায়নি। পরিস্থিতির কারণে সেই সময় ক্লাবে কেউ ছিলেন না। খবর পেয়ে কয়েকজন কর্মকর্তা ছুটে আসেন। এক পর্যায়ে ক্লাবে আগুন লাগানোর চেষ্টা করা হলে কয়েকজন কর্মকর্তার অনুরোধে তা আর হয়নি। প্রকৃতপক্ষে ঊষা ক্রীড়া চক্র কারা ভাঙচুর করেছে তা নিয়ে রহস্য তৈরী হয়েছে। দুষ্কৃতিকারীদের কথা বলা হলেও জানা গেছে, এই ক্লাবের কর্মকান্ডে অনেকে সন্তুষ্ট ছিলেন না। বিশেষ করে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত রশিদ খানের ওপর তারা ক্ষুব্ধ। লোক দেখানো নির্বাচনের মাধ্যমে দীর্ঘ সময় তিনি সাধারণ সম্পাদকের পদ ধরে আছেন। রশিদ আবার হকি ফেডারেশনের সহসভাপতি। সরকার পতনের পর তার সন্ধান মিলছে না।