তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, সৈয়দ খালেদদের মতো পেসার রয়েছেন স্কোয়াডে। সবাই গতিশীল বোলার। তারপরও যুব বিশ্বচ্যাম্পিয়ন বাঁ হাতি পেসার শরিফুল ইসলাম দলের মূল স্ট্রাইক বোলার। গতি ও বাউন্সের মিশেলে উভয় দিকে সুইং করাতে পারেন বলে পাকিস্তান সফরে বাংলাদেশের মূল ভরসা শরিফুল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে পাকিস্তানে অবস্থান করছে টাইগাররা এখন রাওয়ালপিন্ডিতে। লাহোরে তিন দিন অনুশীলন করেছে টাইগাররা। পাকিস্তান সিরিজে টাইগার বাঁ হাতি পেসার শরিফুলের স্বপ্নের উইকেট বাবর আজম। তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য বাবর আজম কঠিন চ্যালেঞ্জ। তাই তার দ্রুত উইকেট নিতে হবে। আমার স্বপ্নের উইকেট বাবর আজম। বাবর ভাইয়ের উইকেট পেলে আমার খুব ভালো লাগবে। গত বছর তার সঙ্গে এলপিএল খেলেছি। মানুষ হিসেবেও সে খুব ভালো মানুষ।’ বাবরের বিপক্ষে চার বোলিং করেও উইকেট নিতে পারেননি শরিফুল।
বাবরের সঙ্গে শরিফুলের সখ্যতা চলতি মৌসুমে এলপিএল থেকে। বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বাবর ৫২ টেস্টে ৯ সেঞ্চুরি ও ২৬ হাফ সেঞ্চুরিতে রান করেছেন ৩৮৯৮ রান। ১০ টেস্টে ২২ উইকেট নিয়েছেন ২৩ বছর বয়সি শরিফুল। পাকিস্তানের মাটিতে শরিফুলরা প্রথম টেস্ট খেলবেন রাওয়ালপিন্ডিতে ২১-২৫ আগস্ট। দ্বিতীয় টেস্ট করাচিতে ৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর। লাহোরে তিন দিন অনুশীলন করেন শরিফুলরা। অনুশীলনের ফ্যাসিলিটিজে সন্তুষ্ট বাঁ হাতি এ পেসার। তিনি বলেন, ‘পিসিবিকে ধন্যবাদ দারুণ অনুশীলন সুবিধা দেওয়ায়, রাওয়ালপিন্ডিতে ২০২০ একবার মাত্র টেস্ট খেলে হেরেছিল ইনিংস ব্যবধানে। উইকেট সম্পর্কে ধারণা রয়েছে টাইগারদের। এবার পেসাররা সুবিধা পাবেন বিশ্বাস বাঁ হাতি পেসারের, ‘রাওয়ালপিন্ডির উইকেট দেখিনি। শুনেছি, ফাস্ট বোলারদের জন্য কিছু ঘাস রাখা হচ্ছে। আমরাও উইকেটে ঘাসের প্রত্যাশা করছি।’ যা ফাস্ট বোলারদের জন্য ভালো।’