বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। পরিচালক সুজন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন। খালেদ মাহমুদের পদত্যাগের বিষয়টি স্বীকার করেছেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘হ্যাঁ, খালেদ মাহমুদ সুজন পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন।’ ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিসিবির পরিচালকের পদ থেকে কয়েকজন পরিচালক পদত্যাগ করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালকের কোটায় পদত্যাগ করেছেন জালাল ইউনুস। সরিয়ে দেওয়া হয় সাজ্জাদুল আলম ববিকে। এ ছাড়া বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। পদত্যাগ করেছেন শফিউল আলম চৌধুরী নাদেল, নাইমুর রহমান দুর্জয়। পরিচালকদের অনেকে পদত্যাগ না করলেও আত্মগোপনে রয়েছেন। তাদের জায়গায় কারা আসবেন, সে নিয়ে এখন জোর গুঞ্জন ক্রিকেটপাড়ায়। যদিও বিসিবির পরিচালনা পর্ষদের মেয়াদকাল আগামী বছরের অক্টোবর পর্যন্ত। জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় পরিচালক হয়েছেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম। ফারুক আহমেদ বিসিবির ১৫তম সভাপতি। খালেদ মাহমুদ ২০১৩ সালে বিসিবির পরিচালক হন। এরপর থেকে গত ১১ বছর তিনি বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গেম ডেভেলপমেন্টের দায়িত্ব পালনের সময় বাংলাদেশ ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ জিতেছে। চলতি বছর সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছেন যুবারা। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন ক্যারিয়ার শেষে কোচিংকে পেশা হিসেবে বেছে নেন। এরপর তিনি জাতীয় দলের ম্যানেজারের ভূমিকায় ছিলেন। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে দলের টেকিনিক্যাল উপদেষ্টা ছিলেন। পদত্যাগের কারণ জানাননি সুজন।