ইংলিশ প্রিমিয়ার লিগে শুরু থেকে আলো ছড়াচ্ছে ম্যানচেস্টার সিটি। অথচ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তাদের যাত্রা হলো হতাশায়। বুধবার ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা গোলশূন্য ড্র করেছে ইন্টার মিলানের বিপক্ষে। ম্যানচেস্টার সিটি যে গতিময় ফুটবল খেলে তা ইন্টারের বিপক্ষে দেখা মেলেনি। প্রথমার্ধের পারফরম্যান্স ফিকে ছিল। তুলনামূলক বেশি আক্রমণ করলেও জালে বল পাঠানোর মতো যথেষ্ট ছিল না। ডেঞ্জারম্যান হল্যান্ড প্রতিপক্ষের দুর্গে ঘোরাফেরা করলেও চেনারূপে দেখা যায়নি। ২২টি শট পোস্টে নিলেও অধিকাংশ ছিল লক্ষ্যহীন। ভয়ংকর শটও নেই। আসলে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচজুড়ে অনেকটা নি®প্রাণ ছিল। সত্যি বলতে কি, চেনা সিটির দেখা মেলেনি।
২০২২-২৩ আসরের ফাইনালে ইন্টার মিলানকে হারিয়ে উয়েফা কাপ জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই প্রতিপক্ষের বিপক্ষে এবার প্রথম ম্যাচ খেলতে নেমে চাপে ছিল। তা না হলে ঘরের মাঠে তাদের এমন পারফরম্যান্স করার কথা না। ইংলিশ প্রিমিয়ার লিগে হল্যান্ড প্রায় প্রতিটি ম্যাচেই গোল পাচ্ছেন। ভক্তদের আশা ছিল উয়েফা কাপের প্রথম ম্যাচেও গোল পাবেন হল্যান্ড। শটও নিয়েছেন, দুর্বল হওয়ায় লক্ষ্য পূরণ হতে পারেনি। আগামী রবিবার আর্সেনালের বিপক্ষে লড়বে সিটি। ম্যানসিটির হোঁচটের দিনে জয় নিয়ে মাঠ ছেড়েছে ফরাসি জায়ান্ট পিএসজি। এমবাপ্পেবিহীন প্রথমবার উয়েফা কাপে খেলতে নামল দলটি। বুধবার পিএসজি ১-০ গোলে পরাজিত করেছে স্পেনের জিরোনাকে। অ্যাওয়ে ম্যাচে খেলতে নেমে পিএসজি কোনোভাবেই নিজেদের মেলে ধরতে পারছিল না। বরং ঘরের মাঠে জিরোনা ভালোই খেলেছে। বিশেষ করে তাদের রক্ষণভাগের প্রশংসা করতে হয়। আশরাফ হাকিমির দুর্দান্ত এক শট দৃঢ়তার সঙ্গে রুখে দেন জিরোনার গোলরক্ষক গাজ্জানিক। আর উসমান দেম্বেলে বাইরে মেরে পিএসজিকে গোলবঞ্চিত করেন।
পৃথিবীর অন্যতম শক্তিশালী দল হয়েও পিএসজি কখনো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতেনি। এবার শুরুতে জয় পেলেও তাদের পারফরম্যান্সে সমর্থকরা সন্তুষ্ট হতে পারেননি। ভাগ্যক্রমে তারা জয় পেয়েছে। ম্যাচে জয়সূচক গোলটি আসে নুনোমেন্ডিজের সুবাদে। পর্তুগিজ এ ফুলব্যাক ৯০ মিনিটের সময় জিরোনা রক্ষণে ঢুকে বক্সের এক পাশে বাইলাইন থেকে বল গোলমুখে পাঠান। গাজ্জানিক নিচু হয়ে বল হাতেও লাগান। কিন্তু অবিশ্বাস্যভাবে বল তার দুই পায়ের মাঝ দিয়ে জালে জড়ায়। আত্মঘাতী গোলেই স্বস্তির জয় পেয়ে যায় পিএসজি।
অন্যদিকে বরুশিয়া ডর্টমুন্ড ৩-০ গোলে হারিয়েছে ব্রগাকে। সেল্টিক নিজেদের মাঠে স্লোভান ব্রাতিস্লাভাকে হারায় ৫-১ গোলে। সালজবুর্গের বিপক্ষে স্পার্তা প্রাগ ৩-০ গোলে জিতেছে। বোলেনিয়া ও শাখতারের ম্যাচ গোলশূন্য ড্র হয়।