জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসর বিপিএলের দামামা বাজতে শুরু করেছে। ড্রাফটের আগেই নিজেদের মতো দল খুঁজে নিচ্ছেন তারকা ক্রিকেটাররা। গতবার তামিম ইকবালের নেতৃত্বে বরিশাল শিরোপা জিতেছিল। ঘর বদল না করে আসছে আসরে তিনি বরিশালেই থাকবেন। বিপিএলে সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারে খেলছে না। পেসার মুস্তাফিজুর রহমানের তাই ঠিকানা হতে পারে ঢাকায়। তামিমের বিষয়টি নিশ্চিত করে ফরচুন বরিশাল নিজেদের ফেসবুক পেজে লিখেছে, ‘ফরচুন বরিশালে স্বাগত। ফরচুনের অধিনায়ক হয়ে ফিরে আসায় তামিমকে ধ্যবাদ।’ মুশফিকুর রহিমের বরিশালের খেলার কথা শোনা গেলেও মাহমুদুল্লাহর বিষয়টি এখনো পরিষ্কার নয়।
এদিকে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলতে পারেন মুস্তাফিজ। রাজনৈতিক পট পরিবর্তনে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার বিপিএলে না থাকায় দলটিতে খেলা স্থানীয় ক্রিকেটাররাও অন্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন বলে শোনা যাচ্ছে।