ক্যাশলেস লেনদেনই ডিজিটাল জাতি গঠনের ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করে বলে জানিয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মওলা। তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষতার ফলে ও বৈশি^ক নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলায় জনগণের মধ্যে ক্যাশলেস লেনদেন বা ডিজিটাল লেনদেনের আগ্রহ বেড়েছে। হাতে মোবাইল আছে এমন অনেকের মোবাইল ব্যাংকিং রয়েছে। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় করপোরেট বা বহুজাতিক প্রতিষ্ঠান এবং শিল্প মালিকেরাও মুঠোফোনে লেনদেন করছেন। ইসলামী ব্যাংকের ডিজিটাল ওয়ালেট সেলফিন লেনদেনে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, নগদ লেনদেনে যথেষ্ট ঝুঁকি রয়েছে। এর বিপরীতে ব্যাংকগুলো কার্ড ভিত্তিক লেনদেন, ডিজিটাল ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিংয়ের মতো লেনদেনে উৎসাহিত করছে। সরকার সাইবার সিকিউরিটির ওপর বিশেষ জোর দেওয়ায় মানুষের আস্থা বাড়ছে। বাড়ছে ক্যাশলেস লেনদেনও। তিনি বলেন, এখন ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। শপিং মল হোক বা অনলাইন কেনাকাটা, সবখানেই ব্যবহৃত হচ্ছে এই কার্ড। মানিব্যাগে টাকা রাখার চেয়ে এই কার্ড বহন করা সহজ। কার্ডে লেনদেনে যে চার্জ কাটা হয় তা সরাসরি লেনদেনের চেয়ে সাশ্রয়ী। ব্যাংকগুলোর উচিত বিষয়গুলো সম্পর্কে গ্রাহকদের অবগত করা। সারা বিশ্বেই কার্ড জালিয়াতি ও হ্যাকিংয়ের অভিনব কৌশল বের হচ্ছে। এ সমস্যা সমাধানে প্রয়োজন ব্যক্তিগত এবং অনলাইনভিত্তি লেনদেনে সচেতনতা। পাশাপাশি যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ, বাস্তবায়নে নানা কর্মসূচি পরিচালনা করা যেতে পারে। এ ছাড়া অর্থ পাচার রোধে সরকারের আইনি কাঠামো যথেষ্ট। বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে অর্থ আনয়নে ইসলামী ব্যাংক শুরু থেকে কাজ করে আসছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বৈধভাবে অর্থ লেনদেনে ৩৬ জন প্রতিনিধি কাজ করছেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রাথমিক শিক্ষার উপবৃত্তি বিতরণ সরকারের প্রশংসনীয় উদ্যোগ। এতে হয়রানি কমেছে। টাকা মিলছে লাইনে না দাঁড়িয়েই। একইভাবে দেওয়া হচ্ছে বয়স্ক ভাতাও।
শিরোনাম
- ৩৮০০ শিশুর হার্ট সার্জারিতে অবদান : মানবসেবায় রেকর্ড জনপ্রিয় গায়িকার
- রুদ্ধশ্বাস জয়ে শ্রীলঙ্কাকে ৬ রানে হারালো পাকিস্তান
- শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা: ২ শ্যুটারসহ গ্রেফতার ৫
- গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা
- রাবির হলে গাঁজা সেবনকালে ৭ শিক্ষার্থী আটক
- ইসলামে আখলাকে হাসানার গুরুত্ব
- কলাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
- জবিতে সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থী বহিষ্কার
- ডিপফেক চিনবেন যেভাবে
- বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন
- মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের
- নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ
- হাই কোর্টে স্থায়ী হলেন অভ্যুত্থানের পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি
- ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা
- শিল্পকলায় ‘সুড়ঙ্গ’
- ‘ডাউন সিনড্রোম জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির আহ্বান’
- আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: মাসুদুজ্জামান মাসুদ
- সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মামলা
- সত্যিকারের স্বাধীনতা অর্জিত হয়েছে ৭ নভেম্বর : রিজভী
- নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
ডিজিটাল লেনদেন জাতি গঠনের অনুঘটক
মোহাম্মদ মনিরুল মওলা, ব্যবস্থাপনা পরিচালক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর