ক্যাশলেস লেনদেনই ডিজিটাল জাতি গঠনের ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করে বলে জানিয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মওলা। তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষতার ফলে ও বৈশি^ক নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলায় জনগণের মধ্যে ক্যাশলেস লেনদেন বা ডিজিটাল লেনদেনের আগ্রহ বেড়েছে। হাতে মোবাইল আছে এমন অনেকের মোবাইল ব্যাংকিং রয়েছে। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় করপোরেট বা বহুজাতিক প্রতিষ্ঠান এবং শিল্প মালিকেরাও মুঠোফোনে লেনদেন করছেন। ইসলামী ব্যাংকের ডিজিটাল ওয়ালেট সেলফিন লেনদেনে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, নগদ লেনদেনে যথেষ্ট ঝুঁকি রয়েছে। এর বিপরীতে ব্যাংকগুলো কার্ড ভিত্তিক লেনদেন, ডিজিটাল ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিংয়ের মতো লেনদেনে উৎসাহিত করছে। সরকার সাইবার সিকিউরিটির ওপর বিশেষ জোর দেওয়ায় মানুষের আস্থা বাড়ছে। বাড়ছে ক্যাশলেস লেনদেনও। তিনি বলেন, এখন ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। শপিং মল হোক বা অনলাইন কেনাকাটা, সবখানেই ব্যবহৃত হচ্ছে এই কার্ড। মানিব্যাগে টাকা রাখার চেয়ে এই কার্ড বহন করা সহজ। কার্ডে লেনদেনে যে চার্জ কাটা হয় তা সরাসরি লেনদেনের চেয়ে সাশ্রয়ী। ব্যাংকগুলোর উচিত বিষয়গুলো সম্পর্কে গ্রাহকদের অবগত করা। সারা বিশ্বেই কার্ড জালিয়াতি ও হ্যাকিংয়ের অভিনব কৌশল বের হচ্ছে। এ সমস্যা সমাধানে প্রয়োজন ব্যক্তিগত এবং অনলাইনভিত্তি লেনদেনে সচেতনতা। পাশাপাশি যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ, বাস্তবায়নে নানা কর্মসূচি পরিচালনা করা যেতে পারে। এ ছাড়া অর্থ পাচার রোধে সরকারের আইনি কাঠামো যথেষ্ট। বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে অর্থ আনয়নে ইসলামী ব্যাংক শুরু থেকে কাজ করে আসছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বৈধভাবে অর্থ লেনদেনে ৩৬ জন প্রতিনিধি কাজ করছেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রাথমিক শিক্ষার উপবৃত্তি বিতরণ সরকারের প্রশংসনীয় উদ্যোগ। এতে হয়রানি কমেছে। টাকা মিলছে লাইনে না দাঁড়িয়েই। একইভাবে দেওয়া হচ্ছে বয়স্ক ভাতাও।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ডিজিটাল লেনদেন জাতি গঠনের অনুঘটক
মোহাম্মদ মনিরুল মওলা, ব্যবস্থাপনা পরিচালক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর