ক্যাশলেস লেনদেনই ডিজিটাল জাতি গঠনের ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করে বলে জানিয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মওলা। তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষতার ফলে ও বৈশি^ক নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলায় জনগণের মধ্যে ক্যাশলেস লেনদেন বা ডিজিটাল লেনদেনের আগ্রহ বেড়েছে। হাতে মোবাইল আছে এমন অনেকের মোবাইল ব্যাংকিং রয়েছে। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় করপোরেট বা বহুজাতিক প্রতিষ্ঠান এবং শিল্প মালিকেরাও মুঠোফোনে লেনদেন করছেন। ইসলামী ব্যাংকের ডিজিটাল ওয়ালেট সেলফিন লেনদেনে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, নগদ লেনদেনে যথেষ্ট ঝুঁকি রয়েছে। এর বিপরীতে ব্যাংকগুলো কার্ড ভিত্তিক লেনদেন, ডিজিটাল ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিংয়ের মতো লেনদেনে উৎসাহিত করছে। সরকার সাইবার সিকিউরিটির ওপর বিশেষ জোর দেওয়ায় মানুষের আস্থা বাড়ছে। বাড়ছে ক্যাশলেস লেনদেনও। তিনি বলেন, এখন ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। শপিং মল হোক বা অনলাইন কেনাকাটা, সবখানেই ব্যবহৃত হচ্ছে এই কার্ড। মানিব্যাগে টাকা রাখার চেয়ে এই কার্ড বহন করা সহজ। কার্ডে লেনদেনে যে চার্জ কাটা হয় তা সরাসরি লেনদেনের চেয়ে সাশ্রয়ী। ব্যাংকগুলোর উচিত বিষয়গুলো সম্পর্কে গ্রাহকদের অবগত করা। সারা বিশ্বেই কার্ড জালিয়াতি ও হ্যাকিংয়ের অভিনব কৌশল বের হচ্ছে। এ সমস্যা সমাধানে প্রয়োজন ব্যক্তিগত এবং অনলাইনভিত্তি লেনদেনে সচেতনতা। পাশাপাশি যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ, বাস্তবায়নে নানা কর্মসূচি পরিচালনা করা যেতে পারে। এ ছাড়া অর্থ পাচার রোধে সরকারের আইনি কাঠামো যথেষ্ট। বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে অর্থ আনয়নে ইসলামী ব্যাংক শুরু থেকে কাজ করে আসছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বৈধভাবে অর্থ লেনদেনে ৩৬ জন প্রতিনিধি কাজ করছেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রাথমিক শিক্ষার উপবৃত্তি বিতরণ সরকারের প্রশংসনীয় উদ্যোগ। এতে হয়রানি কমেছে। টাকা মিলছে লাইনে না দাঁড়িয়েই। একইভাবে দেওয়া হচ্ছে বয়স্ক ভাতাও।
শিরোনাম
- আবারও সক্রিয় স্বপন-আমিন চক্র
- পুতিনের যুদ্ধবিরতি ঘোষণা; স্থায়ী চুক্তি চান ট্রাম্প
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদন আদেশের অপেক্ষায় বাদী
- কলকাতার হোটেলে ভয়াবহ আগুনে ১৪ জনের মৃত্যু
- সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ ব্যবস্থাপনা গড়তে হবে
- হয়রানি ও প্রতারণার বিরুদ্ধে সরকারকে শক্ত হতে হবে
- ঝড়ের আভাস, ১১ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত
- প্রাইজবন্ডের ১১৯তম ‘ড্র’ আজ
- শ্রমিকদের মানবাধিকার নিশ্চিতের দাবি ব্রিটিশ এমপি আফসানার
- ‘মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় আলোচিত নামগুলো কারা?
- আইফোন ১৭-কে টপকে যাবে অ্যান্ড্রয়েড?
- 'একজন যোদ্ধা', ইরফানকে নিয়ে যা বললেন ছেলে বাবিল
- “সবাই খুনি”—সীমা পাহওয়ার বলিউড ত্যাগের নেপথ্য ক্ষোভ
- গাজীপুরে স্বাস্থ্যসেবা টেকসই করতে ওরিয়েন্টেশন সভা
- রেনাটার পৃষ্ঠপোষকতায় ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের মহৎ উদ্যোগ
- ফেনীতে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর হাত-পা বেঁধে স্বর্ণ ও নগদ অর্থ লুট
- বাংলাদেশে আনুষ্ঠানিক অনুমোদন পেল স্টারলিংক
- পরশুরামে সিএনজি চুরির হিড়িক, ঘরের তালা ভেঙে উধাও
- সুবর্ণা, শাওনসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
- ‘অনুমানে দুইয়ে দুইয়ে চার না মেলানোই ভালো’
ডিজিটাল লেনদেন জাতি গঠনের অনুঘটক
মোহাম্মদ মনিরুল মওলা, ব্যবস্থাপনা পরিচালক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
Not defined
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর