ক্যাশলেস লেনদেনই ডিজিটাল জাতি গঠনের ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করে বলে জানিয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মওলা। তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষতার ফলে ও বৈশি^ক নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলায় জনগণের মধ্যে ক্যাশলেস লেনদেন বা ডিজিটাল লেনদেনের আগ্রহ বেড়েছে। হাতে মোবাইল আছে এমন অনেকের মোবাইল ব্যাংকিং রয়েছে। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় করপোরেট বা বহুজাতিক প্রতিষ্ঠান এবং শিল্প মালিকেরাও মুঠোফোনে লেনদেন করছেন। ইসলামী ব্যাংকের ডিজিটাল ওয়ালেট সেলফিন লেনদেনে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, নগদ লেনদেনে যথেষ্ট ঝুঁকি রয়েছে। এর বিপরীতে ব্যাংকগুলো কার্ড ভিত্তিক লেনদেন, ডিজিটাল ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিংয়ের মতো লেনদেনে উৎসাহিত করছে। সরকার সাইবার সিকিউরিটির ওপর বিশেষ জোর দেওয়ায় মানুষের আস্থা বাড়ছে। বাড়ছে ক্যাশলেস লেনদেনও। তিনি বলেন, এখন ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। শপিং মল হোক বা অনলাইন কেনাকাটা, সবখানেই ব্যবহৃত হচ্ছে এই কার্ড। মানিব্যাগে টাকা রাখার চেয়ে এই কার্ড বহন করা সহজ। কার্ডে লেনদেনে যে চার্জ কাটা হয় তা সরাসরি লেনদেনের চেয়ে সাশ্রয়ী। ব্যাংকগুলোর উচিত বিষয়গুলো সম্পর্কে গ্রাহকদের অবগত করা। সারা বিশ্বেই কার্ড জালিয়াতি ও হ্যাকিংয়ের অভিনব কৌশল বের হচ্ছে। এ সমস্যা সমাধানে প্রয়োজন ব্যক্তিগত এবং অনলাইনভিত্তি লেনদেনে সচেতনতা। পাশাপাশি যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ, বাস্তবায়নে নানা কর্মসূচি পরিচালনা করা যেতে পারে। এ ছাড়া অর্থ পাচার রোধে সরকারের আইনি কাঠামো যথেষ্ট। বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে অর্থ আনয়নে ইসলামী ব্যাংক শুরু থেকে কাজ করে আসছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বৈধভাবে অর্থ লেনদেনে ৩৬ জন প্রতিনিধি কাজ করছেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রাথমিক শিক্ষার উপবৃত্তি বিতরণ সরকারের প্রশংসনীয় উদ্যোগ। এতে হয়রানি কমেছে। টাকা মিলছে লাইনে না দাঁড়িয়েই। একইভাবে দেওয়া হচ্ছে বয়স্ক ভাতাও।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
ডিজিটাল লেনদেন জাতি গঠনের অনুঘটক
মোহাম্মদ মনিরুল মওলা, ব্যবস্থাপনা পরিচালক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর