ক্যাশলেস লেনদেনই ডিজিটাল জাতি গঠনের ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করে বলে জানিয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মওলা। তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষতার ফলে ও বৈশি^ক নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলায় জনগণের মধ্যে ক্যাশলেস লেনদেন বা ডিজিটাল লেনদেনের আগ্রহ বেড়েছে। হাতে মোবাইল আছে এমন অনেকের মোবাইল ব্যাংকিং রয়েছে। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় করপোরেট বা বহুজাতিক প্রতিষ্ঠান এবং শিল্প মালিকেরাও মুঠোফোনে লেনদেন করছেন। ইসলামী ব্যাংকের ডিজিটাল ওয়ালেট সেলফিন লেনদেনে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, নগদ লেনদেনে যথেষ্ট ঝুঁকি রয়েছে। এর বিপরীতে ব্যাংকগুলো কার্ড ভিত্তিক লেনদেন, ডিজিটাল ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিংয়ের মতো লেনদেনে উৎসাহিত করছে। সরকার সাইবার সিকিউরিটির ওপর বিশেষ জোর দেওয়ায় মানুষের আস্থা বাড়ছে। বাড়ছে ক্যাশলেস লেনদেনও। তিনি বলেন, এখন ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। শপিং মল হোক বা অনলাইন কেনাকাটা, সবখানেই ব্যবহৃত হচ্ছে এই কার্ড। মানিব্যাগে টাকা রাখার চেয়ে এই কার্ড বহন করা সহজ। কার্ডে লেনদেনে যে চার্জ কাটা হয় তা সরাসরি লেনদেনের চেয়ে সাশ্রয়ী। ব্যাংকগুলোর উচিত বিষয়গুলো সম্পর্কে গ্রাহকদের অবগত করা। সারা বিশ্বেই কার্ড জালিয়াতি ও হ্যাকিংয়ের অভিনব কৌশল বের হচ্ছে। এ সমস্যা সমাধানে প্রয়োজন ব্যক্তিগত এবং অনলাইনভিত্তি লেনদেনে সচেতনতা। পাশাপাশি যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ, বাস্তবায়নে নানা কর্মসূচি পরিচালনা করা যেতে পারে। এ ছাড়া অর্থ পাচার রোধে সরকারের আইনি কাঠামো যথেষ্ট। বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে অর্থ আনয়নে ইসলামী ব্যাংক শুরু থেকে কাজ করে আসছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বৈধভাবে অর্থ লেনদেনে ৩৬ জন প্রতিনিধি কাজ করছেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রাথমিক শিক্ষার উপবৃত্তি বিতরণ সরকারের প্রশংসনীয় উদ্যোগ। এতে হয়রানি কমেছে। টাকা মিলছে লাইনে না দাঁড়িয়েই। একইভাবে দেওয়া হচ্ছে বয়স্ক ভাতাও।
শিরোনাম
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
ডিজিটাল লেনদেন জাতি গঠনের অনুঘটক
মোহাম্মদ মনিরুল মওলা, ব্যবস্থাপনা পরিচালক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
Not defined
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর