শিল্প ও গৃহস্থালি বর্জ্যকে সম্পদে রূপ দেওয়া এবং ভবিষৎ নীতি ও কৌশল প্রণয়নে করা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট জরিপ। জরিপের ক্ষেত্রগুলো হলো- দেশের সবগুলো সিটি কর্পোরেশন এবং পৌরসভা। এর মাধ্যমে সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আসবে বর্জ্য। দূষণমুক্ত হবে পরিবেশ।
চট্টগ্রাম জেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা যায়, ওয়েস্ট ম্যানেজমেন্ট জরিপের মাধ্যমে বর্জ্যরে আর্থিক ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত আয় ও ব্যয়, বর্জ্য সংগ্রহ ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ ও চাহিদা, সংগৃহীত বর্জ্যরে বণ্টন পদ্ধতি কার্যক্রম এবং বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। এ জরিপের জন্য গত ১৫ থেকে ১৮ জানুয়ারি চার দিনব্যাপী তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দেয়া হয়। গত ২০ জানুয়ারি থেকে শুরু হয় তথ্য সংগ্রহ এবং চলবে আাগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
চট্টগ্রাম জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওয়াহিদুর রহমান বলেন, জরিপটা অনেক গুরুত্বপূর্ণ। এ জরিপের ফলাফলের মাধ্যমে দেশের বর্জ্যগুলো সম্পদে পরিণত করা, বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং বর্জ্য নিয়ে আগামীতে কার্যকর নীতি ও কৌশল প্রণয়ন করা হবে। এর মাধ্যমে বর্জ্যগুলো একটা পরিকল্পিত ব্যবস্থাপনার মধ্যে চলে আসবে। মানুষও মুক্তি পাবে বর্জ্যের দূষণ থেকে।
বিডি প্রতিদিন/এএম