আজ পুরনো ঢাকার ঐতিহ্যবাহী গ্রাজুয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করলেন খুরশিদা বেগম। সম্প্রতি তিনি এ পদে পদোন্নতি লাভ করেন। প্রায় একশ’ (১৯৩২ সালে প্রতিষ্ঠিত) বছরের পুরনো এ শিক্ষাপ্রতিষ্ঠানে তিনিই প্রথম নারী প্রধান শিক্ষক।
এক সময় এ বিদ্যালয় ছিল ঢাকার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন সময় স্বনামধন্য গুণী শিক্ষকরা যেমন এ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, প্রবীণ সাংবাদিক-কলামিস্ট আবেদ খানসহ বহু খ্যাতিমান ব্যক্তি এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।
উল্লেখ্য, খুরশিদা বেগম ১৯৮৩ সালে খন্ডকালিন শিক্ষক হিসেবে এ বিদ্যালয়ে যোগ দেন। তারপর আর তাকে পেছনে তাকাতে হয়নি। খুরশিদা বেগম শিক্ষক পরিবারেরই সন্তান। তার মা রওশন আরা বেগম অবসরপ্রাপ্ত একজন প্রবীণ শিক্ষক।
মা-বাবার আদর্শেই তিনি অর্জন করেন উদার দৃষ্টিভঙ্গী ও দৃঢ় মনোবল। বাবা আনিস উদ্দিন আহম্মদ জীবদ্দশায় ছিলেন ঢাকা সিটি করপোরেশনের অফিসার। ভাই-বোন সাত জন এবং তাদের অধিকাংশই ঢাকার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক। একমাত্র ছোটভাই আলোক কানাডাপ্রবাসী।
বিডি-প্রতিদিন/শফিক