দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগস্টে সংক্ষিপ্ত এক সফরে ঢাকায় আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। একাধিক সূত্র গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
সফরটি হবে তার প্রথম ঢাকা আগমন এবং একই সঙ্গে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ইউরোপীয় কোনো দেশের সরকারপ্রধানের প্রথম বাংলাদেশ সফর।
গত মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি ঢাকায় রাষ্ট্রীয় সফরে আসার সময় প্রধানমন্ত্রী মেলোনির আগমনের বিষয়টি প্রথম আলোচনায় আসে।
তার সঙ্গে সরকারের নীতিনির্ধারকদের বৈঠকে এই সফরের সম্ভাব্যতা ও যৌথ প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়। কূটনৈতিক পর্যায়ে উভয় পক্ষের যোগাযোগের পর এটি চূড়ান্ত রূপ নেয়।
সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, সফর সংক্রান্ত সব প্রস্তুতি নিয়ে কাজ চলছে। তার আগামী ৩০ আগস্ট ঢাকায় আসার কথা। তবে তার সফরটি সংক্ষিপ্ত। তিনি আবার ১ সেপ্টেম্বর ভোরেই ফিরে যাবেন।
প্রতি বছরই বাংলাদেশের অভিবাসনপ্রত্যাশীরা ইতালিতে যেতে আগ্রহী থাকেন। তবে নানা ভুল তথ্যের কারণে ভিসা না পাওয়ার হার বেশি। আর ইতালির পক্ষ থেকে বারবারই নিয়মিত ও নিরাপদ অভিবাসন নিয়ে আলোচনা করা হয়েছে। ফলে এই বিষয়টি নিয়ে তারা আবারও আলোচনা করবেন বলে জানা যায় সংশ্লিষ্ট সূত্রে।
এ ছাড়া মানবপাচার প্রতিরোধে করণীয় এবং বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনা হবে। তবে সূত্র জানিয়েছে, ইতোমধ্যে সই হওয়া ইতালির সঙ্গে ‘মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি’ বিষয়ক সমঝোতা স্মারক এই সফরে বাস্তবায়নের দিকনির্দেশনা পেতে পারে। ইতালির প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিভিন্ন দিক নিরূপণ ও প্রস্তুতির জন্য শিগগিরই একটি আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল