তিউনিশিয়া ও ইতালির মধ্যবর্তী জলসীমায় অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এছাড়া ইতালির কোস্ট গার্ড ৮৭ জনকে জীবিত উদ্ধার করেছে। রেড ক্রস সোমবার এএফপিকে এ তথ্য জানিয়েছে। ইতালির গণমাধ্যম অনুসারে, তিউনিশিয়ার লা লুজা থেকে যাত্রা শুরুর পর মাঝরাতে মাছ ধরার ওই নৌকাটি ডুবে যায়।
ওই সময় নৌকাটি ইতালির লাম্পেদুসা দ্বীপ থেকে প্রায় ৪৫ মাইল দূরে অবস্থান করছিল। ওই এলাকায় থাকা তিউনিশীয় জেলেরা ইতালির কর্তৃপক্ষকে সতর্ক করেন। ধারণা করা হচ্ছে, অন্তত পাঁচ থেকে ছয়জন অভিবাসী এখনো নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়া অভিবাসীরা সবাই সাব-সাহারান আফ্রিকার নাগরিক এবং তাদের লাম্পেদুসায় অবস্থিত একটি অভ্যর্থনাকেন্দ্রে নেওয়া হয়েছে যত্নের জন্য।
ইতালির রেড ক্রস ওই কেন্দ্রটি পরিচালনা করে। তারা জানিয়েছে, উদ্ধারকারী দল ডুবে যাওয়া এক নারীর মরদেহ উদ্ধার করেছে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩০ জুনের তথ্য মতে, ইতালির উপকূলে মোট ২৯ হাজার ৯০৩ জন অভিবাসী পৌঁছেছে চলতি বছর।
বিডি প্রতিদিন/এএম