বরিশালে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে উদীদী ও বরিশাল নাটক নামে দুটি সাংস্কৃতিক সংগঠন। এদিকে চারুকলা বরিশালও আলাদা অনুষ্ঠানমালা হাতে নিয়েছে। এছাড়া আয়োজন করা হয়েছে বৈশাখী মেলার।
নগরীর বিএম স্কুল মাঠে পহেলা বৈশাখ সকাল সাড়ে ৬টায় প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের বৈশাখী উৎসব শুরু করবে উদীচী ও বরিশাল নাটক। এরপর পরই রাখি বন্ধন ও ঢাক উৎসব অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় শুরু হবে সার্বজনীন মঙ্গল শোভাযাত্রা। বিএম স্কুল থেকে শুরু হয়ে মঙ্গল শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হবে। সকাল ১০টায় অনুষ্ঠিত হবে চিত্রাংকন প্রতিযোগিতা। পহেলা বৈশাখ থেকে ৩ বৈশাখ পর্যন্ত বিএম স্কুল মাঠে আয়োজন করা হয়েছে ৩৯তম উদীচী বৈশাখী মেলার। প্রতিদিন সন্ধ্যায় মেলা মাঠে আয়োজন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের।
মঙ্গল শোভাযাত্রাসহ বৈশাখী উৎসব সফল করতে দিনরাত ব্যস্ততম সময় পাড় করছে উদীচী ও চারুকলার শিল্পীরা। আবহমান বাংলার সংস্কৃতির বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলতে তাদের এই ব্যস্ততা। কৃত্রিম বাঘ, টাট্টু, ঘোড়া, পাখি, বাঁশি বাদক রাখালের ভাষ্কর্য, লোকচিত্র, মুখোশ, রাখি ও মুকুট তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা।পহেলা বৈশাখ সকাল ৮টায় ব্রজমোহন বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় সংঙ্গীত, মঙ্গলগীত, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও গুনীজন সম্মাননা, রাখি বন্ধনসহ মঙ্গল শোভাযাত্রার উদ্ধোধন করবেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
নারী-পুরুষ, তরুণ-তরুণী, শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের অংশগ্রহনে এবারের বাংলা বর্ষবরণ উদযাপনে সকলের প্রতি আহবান জানিয়েছেন উদীচী বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন।
এদিকে বর্তমানে নদ-নদীতে জাটকা শিকারে নিষেধাজ্ঞা চলছে। তার উপর রমজান চলমান হওয়ায় এবার পহেলা বৈশাখে পান্তা ইলিশের আয়োজন নেই বরিশালে।
বিডি প্রতিদিন/এএ