ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেছেন, দেশের সাধারণ মানুষের মাঝে সন্ত্রাসবাদ বিরোধী চেতনা রয়েছে। যার ফলেই আমার দেখেছি ২০০৫ সালে সারা দেশে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের যে তাণ্ডব ছিলো তখনও দেশকে আফগানিস্তান, সিরিয়া বা লেবাননের মতো জঙ্গি রাষ্ট্র বানাতে পারেনি।’
রবিবার বেলা ১১ টার দিকে ময়মনসিংহ নগরীর সিলভার ক্যাসেল হোটেলে আয়োজিত এক কর্মশালায় তিনি একথা বলেন। পুলিশের বিশেষায়িত সংস্থা এন্টি টেররিজম ইউনিট এবং ইউনাইটেড ন্যাশনস অফিস অন ড্রাগস এন্ড ক্রাইম (ইউএনওডিসি) এর যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
এসময় রেঞ্জ ডিআইজি আরো বলেন, এন্টি টেরিরিজম ইউনিট সারাদেশে কাজ করছে। দেশব্যাপী ধারাবাহিক বিভিন্ন অপারেশন হয়েছে। এর ফলে টেরিরিজমকে অনেকটা ছোট করতে পেরেছি। সিলেটের আতিয়া মহলে র্যাবের ইন্টিলিজেন্স অফিসার এবং হলি আর্টিসানে পুলিশের দু’জন কর্মকর্তা মারা গেছেন। এ ধরণের খুব ঝুঁকিপূর্ণ অপারেশন যেখানে আমাদের অনেক মূল্য দিতে হয়েছে। এগুলোর ফলে আজকে স্থিতিশীল অবস্থা দেখতে পারি।তিনি আরও বলেন, জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদে তরুণদের যারা ইন্ধন দিয়ে নষ্টের পথে পরিচালিত করছে তাদের খুঁজে বের না করতে পারলে নিষ্কৃতি পাওয়া যাবে না। সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে, প্রাণহানি বা অস্থিতিশীল পরিবেশ তারাই করেছে। কি কারণে ঘটনাগুলো ঘটছে তা যদি আলোচনা-পর্যালোচনা করে দেখা যায় ধর্মের অপব্যখ্যা দিয়ে এই ঘটনাগুলো ঘটছে। ধর্মের অপব্যাখা দিয়ে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদে যুব সমাজ-তরুণ সমাজকে অনুপ্রাণিত করা হলেও ‘ইসলামের দৃষ্টিতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ’ বইটি পড়লে তরুণ সমাজ পিছিয়ে আসবে।
পুলিশের বিশেষায়িত সংস্থা এন্টি টেররিজম ইউনিট এবং ইউনাইটেড ন্যাশনস অফিস অন ড্রাগস এন্ড ক্রাইম (ইউএনওডিসি) এর যৌথ উদ্যোগে ‘বাংলাদেশে কমিউনিটি এবং বিট পুলিশিং মেকানিজম এবং কৌশলকে শক্তিশালী করার মাধ্যমে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা মোকাবিলা করা’ শীর্ষক প্রকল্পের আওতায় ময়মনসিংহ রেঞ্জের কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রমে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণের জন্য কর্মশালার আয়োজন করা হয়।
এন্টি টেরিরিজম ইউনিটের ডিআইজি (প্রশাসন) মফিজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্ত্বে কর্মশালায় বক্তব্য রাখেন এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) এম এম হাসানুল জাহীদ, ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভ‚ঞা, ইউএনওডিসির বাংলাদেশে প্রধান শাহ মোহাম্মদ নাহিয়ান।
কর্মশালায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনার বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম তদারককারী কর্মকর্তাবৃন্দ, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সদস্যবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/হিমেল