রাজধানীর কেরানীগঞ্জের নুর ইসলাম নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আবদুস সাত্তার নামে মূল আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৩। নিহত নুর ইসলাম কেরানীগঞ্জের রায়েরচর এলাকার আব্দুল করিমের ছেলে।
রবিবার রাজধানীর খিলগাঁও এলাকা থেকে সাত্তারকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৩ এর মিডিয়া বিভাগ।
র্যাব জানায়, রবিবার দুপুরে রাজধানীর খিলগাঁও থানার আফতাব নগর তালতলা ঝিলপাড় এলাকার ঝোপঝাড়ের ভেতরে এক ব্যক্তিকে মেরে ফেলে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। পরে থানা পুলিশ সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পরে সেই মরদেহের পরিচয় মেলে। তার নাম নুর ইসলাম। বাড়ি কেরানীগঞ্জ এলাকায়। রাতে নিহতের পরিবার সংশ্লিষ্ট থানায় অভিযোগ করলে অভিযানে নামে র্যাব।
বিডি প্রতিদিন/এএ