নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর ডেমরার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ডেমরার দেইল্লা ও বাউলের বাজার এবং ৬৯, ৭০নং ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে বিএনপির এই নেতার সঙ্গে ছিলেন ডেমরা থানা বিএনপি সভাপতি পদপ্রার্থী এস এম রেজা চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান, ডেমরা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেন, ৬৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই, ৭০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. গরিবুল্লাহ, সাধারণ সম্পাদক আবু নোমান বেপারী, ৬৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, ৬৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জয়নাল আবেদীন, ৬৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর দেলোয়ার হোসেন, ডেমরা থানা বিএনপির নেতা মনির হোসেন খান, অহিদুল ইসলাম, আওলাদ হোসেন, ফারুক আহমেদ সাদু, ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শওকত আকবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ রানা, ছাত্রনেতা আল-আমিন সরকারসহ ডেমরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আরাফাত