রংপুরসহ আশপাশ এলাকায় গত শনিবার রাতে বয়ে গেছে বৈশাখী ঝড় ও বৃষ্টি। এর পরদিন থেকে থেমে থেমে কয়েক দফা বৃষ্টিসহ পশ্চিমা বাতাস বইছে। ফলে কদিন আগের তপ্ত আবহাওয়া শীতল হয়ে প্রকৃতিতে কিছুটা এনে দিয়েছে শান্তির পরশ। এই অবস্থায় দিনে রাতে তাপমাত্রার পার্থক্য দাঁড়িয়েছে ১৬/১৭ ডিগ্রি সেলসিয়াস।
রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত সপ্তাহে রংপুরসহ আশপাশ এলাকার তাপমাত্রা ছিল ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। মৃদু তাপপ্রবাহে জনজীবনে হাঁসফাঁস উঠেছিল। একটু শীতল পরশের জন্য সকলকে ছটফট করতে দেখা গেছে। এই অবস্থায় শনিবার রাতে বয়ে যায় ঝড়-বৃষ্টি। রবি ও সোমবারও ছিল বৃষ্টির পরশ। আকাশ ছিল মেঘলা। প্রকৃতির শীতলতায় কিছুটা স্বস্তি এনে দেয়।
আবহাওয়া অফিসের তথ্য মতে, সোমবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার এই ব্যবধানে ভোর রাতে রীতিমত শীত অনুভূত হচ্ছে। দুপুরে হালকা গরম লাগছে মেঘলা আকাশের কারণে।
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, মেঘলা আকাশের কারণে দিন-রাতের তাপমাত্রার পার্থক্য বেড়েছে। এই অবস্থা কেটে গিয়ে আবার গরম অনুভূত হবে।
বিডি প্রতিদিন/এমআই