করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তদের চিকিৎসা দিতে পুরোপুরি প্রস্তুত রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নির্মিত দুই হাজার ১৩ শয্যার অস্থায়ী হাসপাতাল। স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে বসুন্ধরা গ্রুপের কিছু দাফতরিক কার্যক্রম শেষ হলেই উদ্বোধন করা হবে হাসপাতালটি। গতকাল সাংবাদিকদের এ কথা জানান আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দিন। উল্লেখ্য, কভিড-১৯ বিপর্যয় শেষ না হওয়া পর্যন্ত এবং সরকারের যত দিন ব্যবহারের প্রয়োজন শেষ না হবে তত দিন বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে আইসিসিবি ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে আইসিসিবিকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ দিতে ১২ এপ্রিল কাজ শুরু করে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর (এইচইডি)। এম এম জসীম উদ্দিন বলেন, হাসপাতাল প্রস্তুত। এখানে আগে থেকে অনেক বড় বড় স্থাপনা রয়েছে। এ ছাড়া অনেক বড় ইলেকট্রিক সিস্টেম, প্রায় সাড়ে তিন হাজার টনের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, চারটি সাবস্টেশন, চারটি জেনারেটরসহ কারিগরি নানা বিষয় আছে। ঠিকভাবে বুঝে না নিলে এগুলো পরিচালন করা কঠিন হবে। এগুলো বুঝে নেওয়ার পাশাপাশি স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে বসুন্ধরার দ্বিপক্ষীয় কিছু দাফতরিক কাজ আছে। এ কাজগুলো হয়ে গেলেই উদ্বোধন করা হবে। এইচইডির নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম বলেন, হাসপাতালের কাজ শতভাগ শেষ করা হয়েছে। এখন যে কোনো সময় চিকিৎসাসেবা দেওয়ার জন্য চালু করা যাবে। হাসপাতালটির পরিচালক ডা. মো. এহসানুল হক বলেন, হাসপাতালের নির্মাণ শেষ। বসুন্ধরা গ্রুপের সঙ্গে কিছু অফিশিয়াল কার্যক্রম আছে, সেগুলো সম্পন্ন করেই উদ্বোধন করা হবে। জনবল নিয়োগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটা স্বাস্থ্য অধিদফতর দেখছে। কিছু চিকিৎসক, অফিস সহকারী, এমএলএসএস নিয়োগ হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে হয়ে যাবে। উল্লেখ্য, করোনা আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে সরকারকে আইসিসিবিতে ৫ হাজার শয্যার একটি সমন্বিত অস্থায়ী হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিলে স্বাস্থ্য অধিদফতর ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল পরিদর্শন করে হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেয়। নানা হিসাব-নিকাশ, পরীক্ষা-নিরীক্ষা শেষে সেখানে ২ হাজার ১৩ শয্যার হাসপাতাল ও ৭১ শয্যার আইসিইউ স্থাপনের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদফতর। আইসিসিবির সুবিশাল চারটি কনভেনশন হল ও একটি এক্সপো ট্রেড সেন্টারে দেশের অন্যতম বৃহৎ এ হাসপাতালটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে সরকারের স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর।
শিরোনাম
- গঠন করা হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩
- লক্ষ্মীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- গণধর্ষণের হুমকির প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ
- লক্ষ্মীপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের কুইজ প্রতিযোগিতায় ৪০ শিক্ষার্থী পুরস্কৃত
- মৎস্যজীবী দলের উদ্যোগে ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত
- অবৈধ ‘সাপ্লিমেন্ট’ কেনার অভিযোগে জাপানের শীর্ষ সিইও’র পদত্যাগ
- ঢাবির হলে বহিরাগত-অতিথি অবস্থানে নিষেধাজ্ঞা
- ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি
- শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা সমাধানের প্রক্রিয়া চলমান : শিক্ষা উপদেষ্টা
- খাগড়াছড়ির মানিকছড়িতে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার
- ভোলায় র্যাবের হাতে আটক কথিত ‘জিনের বাদশা’
- ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি বুধবার
- বগুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ফুচকা বিক্রেতার
- মোংলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ: নিহত ১, আহত অর্ধশতাধিক
- কম মাত্রার ভূমিকম্প কখন বিধ্বংসী হয়?
- বিসিবি নির্বাচনে লড়বেন বর্তমান সভাপতি আমিনুল
- কবিরহাটে সরকারি চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার
- পঞ্চগড়ে আলোচিত হত্যা মামলার প্রধান আসামির স্বীকারোক্তি
- আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯০০, আহত ৩ হাজার
আনুষ্ঠানিকতা শেষ হলেই উদ্বোধন বসুন্ধরায় বৃহত্তম হাসপাতাল
করোনা চিকিৎসায় যত দিন প্রয়োজন তত দিন ব্যবহার করবে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর