শনিবার, ৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ঘোষণাবহির্ভূত ফল আমদানি ৪৫ লাখ টাকা রাজস্ব আদায়

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ঘোষণা বহির্ভূত ফল আমদানি করায় জরিমানাসহ অতিরিক্ত ৪৫ লাখ ৪৫ হাজার ৬৮৮ টাকা রাজস্ব আদায় করেছে বেনাপোল কাস্টমস। জাতীয় গোয়েন্দা সংস্থার সংবাদে বৃহস্পতিবার রাতে আমদানি ফলের পণ্য চালান পরীক্ষাকালে শুল্ক কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে আটকে দেয়। গতকাল সকালে কাস্টমস ঘোষণা বহির্ভূত চালানগুলো মোটা অংকের জরিমানা আদায় করে খালাসের অনুমতি দিয়েছে। ভারত থেকে আমদানি করা ফলের মধ্যে বিভিন্ন ধরনের ঘোষণা বহির্ভূত ফল দেখতে পেয়ে ১২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে জরিমানা করে শুল্ক কর্তৃপক্ষ। কাস্টমস জানায়, আনার, আপেল, মাল্টা ও টমেটো আমদানির ঘোষণা দিয়ে ভিন্ন ভিন্ন ফল আমদানি করা হয়। বিষয়টি বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ স্বীকার করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর