শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সূচক উত্থানে লেনদেন ছাড়াল দেড় হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের শেষ দিনে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের সঙ্গে লেনদেন বেড়ে দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে ১৪০ পয়েন্ট। সপ্তাহের প্রথম দুই দিন দর পতনের পর শেষ তিন দিন সূচক বেড়েছে। দুই দিনে ডিএসইতে সূচক কমেছে ৭০ পয়েন্ট। পরের তিন দিনে বেড়েছে ১০৩ পয়েন্ট। শেষ দিনে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪১০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৮টি প্রতিষ্ঠানের ২৩ কোটি ৬৭ লাখ ২৯ হাজার ৩৩৩টি শেয়ার কেনাবেচা হয়েছে। মোট লেনদেন হয়েছে ১ হাজার ৫১২ কোটি ৪৪ লাখ ৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৬১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার টাকা। দাম বেড়েছে ৮৪টির, কমেছে ৮২টির, আর অপরিবর্তিত ছিল ২০২টির শেয়ার ও ইউনিটের দাম। ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ফার্মাসিটিউক্যালসের শেয়ার। তৃতীয় স্থানে ছিল ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার।  সিএসইর প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৪০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৯৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৯৩ লাখ ৩১ হাজার ৪২৩ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ২৪ কোটি ১৩ লাখ ২২ হাজার ৫৭৫ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর