শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

খুলনায় রেললাইন অনিরাপদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ট্রেনের ধাক্কায় বাড়ছে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় রেললাইন অনিরাপদ

খুলনায় নিরাপদ যাতায়াতের পথ রেললাইন এখন বিপজ্জনক হয়ে উঠছে। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ ও অরক্ষিত রেলক্রসিং আতঙ্ক ছড়াচ্ছে। সেই সঙ্গে রেললাইন দিয়ে অবাধ যাতায়াতে বিভিন্ন স্থানে ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনাও বাড়ছে। জানা যায়, ৩০ নভেম্বর দৌলতপুর স্টেশনে ট্রেনে কাটা প?ড়ে রুবেল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়। পুলিশ জানায়, রাজশাহী থে?কে খুলনাগামী এক?টি ট্রেন দৌলতপুর স্টেশন ক্রস ক?রছিল। ট্রেনটি দেখেও রুবেল দ্রুত রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। কিন্তু ট্রেন?টি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থ?লে তার মৃত্যু হয়।

এর দুই দিন আগে ২৮ নভেম্বর খানজাহান আলী থানার শিরোমণিতে ট্রেনের ধাক্কায় আযম খান কমার্স কলেজের বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল আজিজের মৃত্যু হয়। যশোরের গদখালীর আতিয়ার রহমানের ছেলে আজিজ খুলনায় থেকে লেখাপড়া করতেন। রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা মো. খবির আহমদ বলেন, ট্রেনটি আসার আগমুহূর্তে ছেলেটি শিরোমণি হাবিব বিল্ডিংয়ের রাস্তা ধরে পশ্চিম দিকে হাঁটা শুরু করে। বেনাপোলগামী কমিউটার ট্রেন তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে। অন্যদিকে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ভীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। ১ এপ্রিল শিরোমণি এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় চালক গাজী মারুফ গুরুতর আহত হন। এ ঘটনায় দুই কিশোর মাদরাসাছাত্র শামীমুল হোসেন সিয়াম (১৪) ও সাজ্জাত শেখকে (১৩) আটক করে রেলওয়ে পুলিশ। পাথরের আঘাতে চালকের ঠোঁট ও মুখ ফেটে রক্তাক্ত হয়। সঙ্গে সঙ্গে তিনি ট্রেন থামিয়ে দেন। জিআরপি পুলিশ কর্মকর্তারা জানান, ট্রেন একটি নিরাপদ ভ্রমণব্যবস্থা। কিন্তু যাত্রীদের সামনে ভীতিকর পরিবেশ সৃষ্টির জন্য মূলত পাথর নিক্ষেপের ঘটনা ঘটানো হয়। এদিকে নগরীতে বেশ কয়েকটি রেলক্রসিং অরক্ষিত অবস্থায় আছে। গেটম্যান না থাকায় ফুলবাড়ী গেট মাইলপোস্ট, বাদামতলা ভাঙ্গা গেট, শিরোমণি তেঁতুলতলা, আফিল গেট পথের বাজার রেলক্রসিং ক্রমে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এর মধ্যে শিরোমণি তেঁতুলতলা সড়ক রেলক্রসিংয়ে ২০১৯ সালে ইজিবাইকে পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একজন মহিলা পুলিশ কনস্টেবলের মা ও তার তিন বছরের মেয়ে কণার মৃত্যু হয়। কিন্তু এখনো সেখানে স্থায়ী গেটম্যান নিয়োগ দেওয়া হয়নি।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর