শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বিএনপি নেতা বাঁশখালীর গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত আলীকে চাঁদাবাজি ও পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ। গতকাল ভোরে নগরের সুগন্ধা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাঁশখালী থানার ওসি কামাল উদ্দীন পিপিএম বলেন, বাঁশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের এক ঠিকাদারের কাছ থেকে চাঁদা দাবি করেছেন লেয়াকত আলী। এ নিয়ে ঠিকাদার ও লেয়াকত আলীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ গেলে পুলিশের ওপরও হামলা করে। এ ঘটনায় দায়েরকৃত পৃথক দুই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেছেন। বাঁশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে ২০১৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত চেয়ারম্যান মো. লিয়াকত আলী ও তার অনুসারীরা বিভিন্ন ঠিকাদারের ওপর ১৮ বার হামলা করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৪টি মামলা রয়েছে। যার মধ্যে কয়েকটিতে ওয়ারেন্টভুক্ত আসামি ও ১০-১২টি মামলা বিচারাধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর