রাজধানীর মিরপুর পুলিশ লাইনসের অস্ত্রাগারে মিস ফায়ার (ভুলবশত গুলি) হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দারুসসালাম থানার দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাদের একজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বিকাল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মো. আলামিন (৩০) ও ইয়াসিন আলী (২৮)। তারা দারুসসালাম থানায় কর্মরত। আলামিনকে বিকালে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। অন্য পুলিশ সদস্য স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দারুসসালাম থানার এএসআই রঞ্জু মিয়া জানান, বেশকিছু দিন থানা বন্ধ থাকার পর গতকাল তারা মিরপুর ১৪ নম্বর পুলিশ লাইনসে গিয়েছিলেন থানার অস্ত্রগুলো আনার জন্য। সেখানে ইয়াসিন আলী পিস্তলে ম্যাগজিন ঢুকিয়ে পরীক্ষা করছিল। আগে থেকে পিস্তলের চেম্বারে একটি গুলি ছিল, এটি সে বুঝতে পারেনি। সেই গুলি বেরিয়ে গিয়ে তার হাতের তালু ভেদ করে পাশে বসে থাকা আলামিনের বুকের এক পাশে লেগে আরেক পাশ দিয়ে বেরিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।