বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশে একটি অরাজক পরিবেশ ও বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা চলছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, বিএনপিতে যাদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং দখলবাজির অভিযোগ আসবে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা এগুলোয় জড়িত থাকবে তাদের বিরুদ্ধে সাংগঠনিকসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের এক যৌথসভায় তিনি এসব কথা বলেন। বিপ্লব-পরবর্তী সড়ক, শিল্পকারখানা, বন্দর, গার্মেন্টসহ বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি বন্ধ এবং শান্তি বজায় রক্ষার্থে এ সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শিমুল বিশ্বাস, শ্রমিকনেতা এম নাজিম উদ্দীন, হুমায়ুন কবির খান, ঢাকা মহানগরী দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূইয়া, সদস্যসচিব বদরুল আলম সবুজ, উত্তরের আহ্বায়ক শাহ আলম রাজা ও বন্দর শ্রমিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।