রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। ৩০ মে রাত ১২টা থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা আগামী ৩১ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে। হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, বংশবিস্তার ও মা মাছের সুরক্ষার জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সম্প্রতি রাঙামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহ ও মৎস্য উন্নয়ন অধিদপ্তরের উন্নয়ন ও বিপণি কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিম যৌথভাবে এ সিদ্ধান্ত নেন। রাঙামাটি বিএফডিসি সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞার সময় রাঙামাটি মৎস্য উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে হ্রদে প্রায় ৬০ মেট্রিক টন পোনা মাছ ছাড়া হবে। এ সময়ে ভিজিএফ কার্ডধারী প্রায় ২৬ হাজার জেলে পরিবারকে দেওয়া হবে খাদ্য সহায়তা।
এ বিষয়ে রাঙাssমাটি মৎস্য উন্নয়ন অধিদপ্তরের উন্নয়ন ও বিপণি কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিম বলেন, ‘হ্রদে মাছ শিকার নিষিদ্ধ থাকাকালীন অবৈধ মাছ নিধনসহ পোনা মাছের রক্ষণাবেক্ষণে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে। নিষেধাজ্ঞা অমান্যকারীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ১ মে দুপুর ১২টা পর্যন্ত আহরিত কাঁচা মাছ আর ৩ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত শুঁটকি মাছ ফিশারি ঘাটে নামানো যাবে বলেও যোগ করেন তিনি।