গণ অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে শ্রমিক-জনতা কোনোভাবেই যেন আর অবহেলা ও নিগ্রহের শিকার না হন, সে লক্ষ্যে রাষ্ট্রকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্রমিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ। দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ দাবি জানিয়ে বলেন, আন্দোলনরত শ্রমিকদের ওপর তখন গুলি চালায় পুলিশ, তাতে অর্ধশত লোক হতাহত হয়। নেতৃদ্বয় আরও বলেন, আজও আমরা দেখতে পাই শ্রমিকদের তাদের পাওনা আদায়ের জন্য রাস্তায় নামতে হয়, এটা খুবই দুঃখজনক।
বিভিন্ন জায়গায় শ্রমিকরা ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করলে তাদের ছাঁটাই করা হয়। সরকারকে এসব আচরণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নেতৃদ্বয় বলেন, ইসলাম পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থার নাম। সব শ্রেণিপেশার মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছে শ্বাশত এই ধর্মে।