কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া ছয় ভারতীয়কে চাঁপাইনবাবগঞ্জ থেকে আটক করেছে পুলিশ। গত বুধবার শহরের আলীনগর মহল্লা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা দানেশ, সোনালী বেগম, সাব্বির, সুইটি বিবি, কুরবান দেওয়ান ও শিশু ইমাম দেওয়ান।
জেলা পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, আটকদের গত ২৬ জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। এরপর তারা দেশের বিভিন্ন জায়গা ঘুরে সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, আটকদের ফেরত পাঠানোর জন্য বিজিবিকে চিঠি দেওয়া হবে। ফেরত পাঠানো সম্ভব না হলেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।