কক্সবাজারের টেকনাফে অস্ত্র ঠেকিয়ে তিন কৃষককে অপহরণের অভিযোগ উঠেছে পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহারছড়ার চৌকিদার পাড়া এলাকায় পাহাড়ের পাশে কৃষি জমি থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতরা হলেন- টেকনাফ বাহারছাড়া ইউনিয়নের উত্তর শীলখালী পাড়া এলাকার বাসিন্দা আব্দুল্লাহর ছেলে মো. আলী (৩২), কালো সওদাগরের ছেলে ভুট্টো (৪৫) ও আনোয়ার হোসেনের ছেলে হন্যায়া (১৪)। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাহারছড়ার পাহাড়ি অঞ্চলের কৃষি জমিতে কাজ করছিলেন তিন কৃষক। হঠাৎ পাহাড়ি সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালিয়ে অস্ত্র ঠেকিয়ে ধরে নিয়ে যায়।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান, ফসলি জমি থেকে তিন কৃষককে অপহরণের ঘটনাটি শুনেছি। স্থানীয়দের সহায়তায় পুলিশের টিম অপহৃতদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে। তবে এখনো লিখিত কোনো অভিযোগ দেয়নি অপহৃতদের পরিবার।