রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২ ০০:০০ টা

ইসলামী বিশ্ববিদ্যালয় ১০০ দিন ধরে অচল

সেশনজটে ১৩ হাজার শিক্ষার্থী

নিয়োগ-বাণিজ্যকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয় ১০০ দিন ধরে অচল রয়েছে। ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীরা চরম হতাশায় দিন কাটালেও অনিয়ম-দুর্নীতিতে অভিযুক্ত ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার স্বপদে বহাল তবিয়তে আছেন। সাড়ে তিন মাস ধরে ক্যাম্পাস অচল থাকলেও তা সচলের কোনো উদ্যোগ না নেওয়ায় শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করতে শুরু করছেন। এ অবস্থায় ভয়াবহ সেশনজটের কবলে পড়েছেন ইবির পাঁচ অনুষদের অধীনে ২২ বিভাগের ১৩ হাজার শিক্ষার্থী। এদিকে ২০১২-১৩ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। এতে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ভর্তিচ্ছু ৯০ হাজার শিক্ষার্থী। গত ৭ ও ৮ সেপ্টেম্বর শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিন্ডিকেট সভায় ভিসি প্রফেসর ড. এম আলাউদ্দিন, প্রো-ভিসি প্রফেসর ড. কামাল উদ্দিন ও ট্রেজারার প্রফেসর ড. শাহজাহান আলীর বিরুদ্ধে অর্থবাণিজ্য, দুর্নীতি, স্বজনপ্রীতির অভিযোগ তোলে শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ ও শিক্ষক সমিতি। একই অভিযোগে তাদের পদত্যাগ দাবি করে ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘটে নামেন শিক্ষকরা। এরপর প্রায় সাড়ে তিন মাস অতিবাহিত হলেও কোনো পক্ষ থেকে ক্যাম্পাস সচলের উদ্যোগ গ্রহণ করা হয়নি। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক ফাইনাল পরীক্ষা স্থগিত হয়ে গেছে। এক থেকে তিন বছর সেশনজটে থাকা শিক্ষার্থীরা বাড়তি আরও এক বছরের জটের মুখে পড়েছেন। কোনো কোনো বিভাগের শিক্ষার্থীরা তাদের ফল প্রকাশ না হওয়ায় কোনো চাকরির পরীক্ষায় আবেদন করতে পাচ্ছেন না। ২০১২-১৩ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা গত ১৭ নভেম্বর হওয়ার কথা ছিল। নিয়োগ-বাণিজ্যকে কেন্দ্র করে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার হটানোর দাবিতে শিক্ষক সমিতি এবং বঙ্গবন্ধু পরিষদের আন্দোলনের মুখে সম্মান প্রথম বর্ষে ভর্তিপ্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। ভর্তিচ্ছু প্রায় ৯০ হাজার শিক্ষার্থী বিপাকে পড়েছেন। শিক্ষক সমিতির নির্বাচন : গতকাল ইবি শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক প্যানেল পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। সভাপতিসহ ৮টি পদে বিএনপি সমর্থিত শিক্ষকরা এবং সাধারণ সম্পাদকসহ ৭টি পদে জামায়াত সমর্থিত শিক্ষকরা বিজয়ী হয়েছেন। ভিসির বাসভবনে বোমা হামলা : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আলাউদ্দিনের বাসভবনে বোমা হামলা চালানো হয়েছে। এতে কেউ হতাহত না হলেও বাসার ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল সন্ধ্যায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এ বোমা হামলা চালায়। পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা কুষ্টিয়া শহরের হাসপাতাল মোড়ে উপাচার্যের ভাড়া বাসা লক্ষ্য করে একটি শক্তিশালী বোমা ছুড়ে মারে। বোমাটি বাসার দোতলার জানালার সঙ্গে লেগে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আশপাশ এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে তারা দিকবিদিক ছোটাছুটি শুরু করে। খবর পেয়ে জেলা ও পুলিশ প্রশাসনের ঊধর্্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। উপাচার্য প্রফেসর ড. এম আলাউদ্দিন এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিন জানান, আমাদের কাছে ঘটনাটি এখনো পরিষ্কার নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের অবশ্যই খুঁজে বের করা হয়। উল্লেখ্য, ভিসির অপসারণের দাবিতে সেপ্টেম্বর মাস থেকে আন্দোলন চলছে।

সর্বশেষ খবর