সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় সন্ত্রাসী হামলায় নিহত ওসি আবদুর রাজ্জাকের চাঁপাইনবাবগঞ্জের বাড়িতে চলছে শোকের মাতম। ছেলের মৃত্যুর খবরে বাকরুদ্ধ বৃদ্ধা মা রিজিয়া বেগম। ছেলের ছবি বুকে নিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শালিম ডোলপাড়ায় আবদুর রাজ্জাকের বাড়িতে গতকাল গিয়ে দেখা যায় এ দৃশ্য। চার ভাই-বোনের মধ্যে সবার বড় ছিলেন আবদুর রাজ্জাক। পরিবারের একমাত্র উপার্জনাক্ষম ব্যক্তিও ছিলেন তিনি। তার আয় দিয়েই চলতো পরিবার। রাজ্জাকের অকাল মৃত্যুতে ভাই-বোন শোকে পাথর হয়ে গেছেন। মৃত্যু সংবাদ পেয়ে সিরাজগঞ্জ গিয়ে ভাইয়ের লাশ দেখে ফিরে এসেছেন মেজভাই রেজাউল। তিনি জানান, ভাইকে কুপিয়ে হত্যার পর পুকুরে ফেলে দেওয়া হয়েছে। হত্যার বিচার চান তিনি। উল্লেখ্য, ১৯৯৮ সালে চাকরিতে যোগ দিয়েছিলেন আবদুর রাজ্জাক। এনায়েতপুর থেকে তিনি বদলি হয়েছিলেন টাঙ্গাইল থানায়। রবিবারই ছিল এনায়েতপুর থানায় তার শেষ কর্মদিবস। সোমবার (গতকাল) ছুটিতে এসে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল।