গোপালগঞ্জে নিখোঁজের ১৮ ঘণ্টা পর বাড়ির পাশের ডোবা থেকে অর্ণব বিশ্বাস নামে ১৬ দিন বয়সি এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। কাশিয়ানী উপজেলার তারাইল গ্রামের একটি পুকুর থেকে গতকাল লাশটি উদ্ধার করা হয়। নিজ বসতঘর থেকে বুধবার দুপুরে শিশুটি নিখোঁজ হয়েছিল।
অর্ণব তারাইল গ্রামের সচীন বিশ্বাসের ছেলে। পরিবার ও এলাকাবাসী জানান, বুধবার দুপুরে মা মাধুরী বিশ্বাস শিশুপুত্রকে ঘরে ঘুমে রেখে টিউবওয়েলে গোসল করতে যান। এসে দেখেন অর্ণব ঘরে নেই। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। সন্ধ্যায় সচীন বিশ্বাসের মুঠোফোনে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে ছেলেকে ফিরে পেতে ৫০ হাজার টাকা দাবি করা হয়। অনেক অনুরোধের পর তিনি ওই নম্বরে ১০ হাজার টাকা বিকাশ করেন। তবু সন্তান ফিরে না পেয়ে কাশিয়ানী থানায় অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের ডোবায় অর্ণবের লাশ ভাসতে দেখে থানায় খবর দেন স্বজনরা। কাশিয়ানী থানার এসআই তুষার মৃধা জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।