গাজীপুরের টঙ্গীতে একটি ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সকালে মাছিমপুর এলাকায় ‘শাজাহান মহল’ নামের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। মৃত ওই বৃদ্ধের নাম আউয়াল (৬৪)। তার বাড়ি ফেনীর দাগনভূঞা থানার আলীপুর গ্রামে। তিনি ওই ভবনে নিরাপত্তাকর্মী ছিলেন। এসআই আরফান আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, সকাল ১০টার দিকে ওই ভবনের ছাদে উঠে বিভিন্ন গাছের পরিচর্যা করছিলেন আউয়াল। এ সময় অসাবধানতাবশত ছাদ থেকে তিনি নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।