গাজীপুরের কালিয়াকৈরের হিজলতলী এলাকায় সুজন মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে স্ত্রী মল্লিকাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল ভোরে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে বলে জানায় এলাকাবাসী। মল্লিকা আক্তার (২৬) কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া উত্তর বাগবেড় এলাকার আজমত আলীর মেয়ে। নিহতের পরিবার জানায়, সুজন মিয়ার সঙ্গে কয়েক বছর আগে মল্লিকা আক্তারের বিয়ে হয়। কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাছিম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
তারা কালিয়াকৈরের হিজলতলী এলাকায় বারেক সরকারের বাসায় ভাড়া থাকতেন। স্ত্রী স্থানীয় জিএমএস কারখানায় চাকরি করতেন। স্বামী অটোরিকশা চালাতেন। স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত। বুধবার ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে মল্লিকাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় সুজন। আশপাশের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।