পঞ্চগড়ের বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কুদরতি-খুদা-মিলনের ভাড়াটে বাহিনী ও বিক্ষুব্ধ জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান কুদরতি-খুদা-মিলনের পদত্যাগ ও শাস্তির দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছিলেন স্থানীয়রা। সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যান মিলনকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩৫০ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ওসি সুজয় কুমার রায় বলেন, ওই মামলায় আমরা সোমবার সাতজনকে আটক করি। পরে তাদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।