নাটোরের বড়াইগ্রামে ২০১৭ সালে আতিকুর রহমান নামে এক বিএনপি কর্মীকে অপহরণ ও গুমের অভিযোগে সাবেক সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীসহ ২০ জনের নামে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বড়াইগ্রাম আমলি আদালতে গুমের শিকার উপজেলার কায়েককোলা গ্রামের আতিকুর রহমানের মা শেফালী খাতুন এ এজাহার দাখিল করেন। আদালতের বিচারক তৌহিদুর রহমান সুমন এজাহারটি মামলা হিসেবে গ্রহণের জন্য বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী নজরুল ইসলাম এ তথ্য জানান। মামলার অন্য আসামিরা হলেন- নাটোরের গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন পরিদর্শক সাইদুর রহমান সৈকত, উপপরিদর্শক মশিউর রহমান ও সাজ্জাদ হোসেন, প্রধান শিক্ষক এসকেন্দার মির্জা, কেচোয়াকোড়া গ্রামের আবদুর রাজ্জাক, আবদুর রউফ সরকার, ঝলু, কায়েমকোলা গ্রামের আবদুল লতিফ, আবদুল জলিল গাইন, শফিকুল ইসলাম শফি, আবু শামা, আমজাদ সরকার, ইসাহাক আলী, আশিক, কামারদহ গ্রামের আজাহার আলী ম ল, সাহাদৎ হোসেন, আরিফুল ইসলাম মিঠু ও রামাগাড়ি গ্রামের আলতাফ হোসেন। এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের পয়লা জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে নাটোরের গোয়েন্দা পুলিশের তৎকালীন পরিদর্শক ও উপপরিদর্শকরা অন্যান্য আসামিদের নিয়ে বিএনপি কর্মী কায়েমকোলা গ্রামের মসলেম উদ্দিনের ছেলে আতিকুরের বাড়িতে যান। এ সময় সাবেক সংসদ সদস্যের নির্দেশে তারা সেখানে গিয়েছেন জানিয়ে আতিকুরকে জোর করে তুলে নিয়ে যান। পরদিন স্বজনরা ডিবির নাটোর কার্যালয়ে গিয়ে তাকে দেখতে পান। কিন্তু পরবর্তীতে ডিবির কর্মকর্তারা আতিকুরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেননি এবং তার সন্ধান চাইলেও কৌশলে এড়িয়ে যান।