ভোলায় তাসরিফ লঞ্চে হামলা ও স্টাফদের মারধরের অভিযোগ উঠেছে ফারহান লঞ্চের স্টাফদের বিরুদ্ধে। ভোলার মনপুরা লঞ্চঘাটে গতকাল এ হামলা হয়। এতে তাসরিফ-১ লঞ্চের রাজিব, সোহাগ, হেলাল, শাহিন ও জাকির আহত হয়েছেন। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফারহান-৪ লঞ্চের সুপারভাইজার গাজী মিয়া হামলার বিষয়টি অস্বীকার করেন। ভোলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান- অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
হামলায় আহত রাজিব জানান, নিয়ম অনুযায়ী হাতিয়া থেকে তাসরিফ-১ লঞ্চটি ছেড়ে এসে মনপুরা ঘাটে ভিতরে গেলে ফারহান-৪ লঞ্চের স্টাফরা বাধা দেন।