ঢাকার কেরানীগঞ্জ থেকে ৩ লাখ টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির বিপুল সরঞ্জামসহ দুজনকে আটক করেছে র্যাব। আটকরা হলেন- গিয়াস উদ্দিন (২৭) ও রেদোয়ান শেখ মুমিন (১৯)। র্যাব-১০-এর উপপরিচালক এম জে সোহেল গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এম জে সোহেল বলেন, বৃহস্পতিবার রাতে র্যাব-১০-এর লালবাগ ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে। তাদের কাছে ৩ লাখ টাকার জাল নোট, একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, পাকিস্তানি ৫০ রুপিসহ জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।